বি এ এফ শাহীন কলেজ ঢাকা

বি এ এফ শাহীন কলেজ ঢাকা

জাহাঙ্গীর গেইট, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬

বি এ এফ শাহীন কলেজ ঢাকা

বি এ এফ শাহীন কলেজ ঢাকা

জাহাঙ্গীর গেইট, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬

আবেদনের প্রক্রিয়া


১. আবেদনকারীকে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত কার্যাবলি এই ওয়েবসাইট (https://bafsdjobs.apply.ac) এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।  এই সাইটে আবেদনকারী সকল প্রকার নির্দেশিকা, লিংক এবং নোটিশ দেখতে পাবে।
২. ওয়েবসাইট এ প্রবেশের আগে নিম্নে বর্ণিত জিনিসগুলো সাথে রাখতে হবে।
    i.স্ক্যান করা অথবা ডিজিটাল ক্যামেরায় তোলা 300 x 300 pixel মাপের নিজের একটি রঙ্গিন ছবি (jpg), ফাইলের সাইজ 100 KB এর বেশি হবে না।
    ii.300 x 80 pixel মাপের স্ক্যান করা নিজের একটি স্বাক্ষর (jpg) (কাগজে কালো কালি দিয়ে গাঢ় করে স্বাক্ষর করে স্ক্যান করতে হবে), ফাইলের সাইজ 80 KB এর বেশি হবে না। 
৩. প্রার্থীদের আবেদন করার জন্য ওয়েবসাইটের ‘লগইন / রেজিস্ট্রেশন’ বাটনে ক্লিক করে প্রার্থীর মোবাইল নম্বর দিতে হবে এবং 'পরবর্তী ধাপ' বাটনে ক্লিক করতে হবে।
৪. প্রথমবার প্রার্থীর কাছে বিস্তারিত তথ্য সংগ্রহের ফরম আসবে।  এই ফরমে নির্ধারিত বক্সে সকল তথ্য প্রদান করতে হবে। 
৫. ছবি এবং অন্যান্য তথ্য দেয়া সম্পন্ন হলে ফরমের শেষে Declaration অপশনে ক্লিক করে Save and Continue করতে হবে।
৬. কিছুক্ষণ সময় নিয়ে ছবি ও স্বাক্ষর আপলোড হবে এবং প্রার্থীর মোবাইল নম্বরে একটি SMS এ পিন নম্বর চলে যাবে।  SMS এর পিন নম্বর টি নির্দিষ্ট বক্স এ ইনপুট দিয়ে নেক্সট করতে হবে। 
৭. প্রার্থীর আগে রেজিস্ট্রেশন করা থাকলে প্রার্থীর কাছে পিন নম্বর চাইবে।  তখন পিন নম্বর দিয়ে 'লগইন' বাটনে ক্লিক করতে হবে। 
৮. এরপর প্রার্থীর সিভি ইনপুট দিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে। 
৯. এরপর Dashboard দেখা যাবে। 
১০. Dashboard এর শুরুতে পদ সমূহের তালিকা দেখা যাবে।
     i. প্রতিটি পদ এর পাশে Apply বাটন থাকবে (প্রতিটি পদে আলাদা ভাবে Apply করতে হবে), Apply বাটনে ক্লিক করলে ঐ পদের আবেদনের নির্ধারিত ফী এবং Payment Form প্রদর্শন করবে।
     ii. প্রার্থী যে মাধ্যমে পেমেন্ট করতে চান তা সিলেক্ট করতে হবে (bKash)
     iii. "I agree to the terms & conditions and privacy policy" checkbox টি সিলেক্ট করতে হবে।
     iv. "Proceed to Pay" বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে গিয়ে সিলেক্ট করা পেমেন্ট মাধ্যমের নিয়ম অনুসারে অনলাইন পেমেন্ট সম্পন্ন করতে হবে।
১১. সঠিক ভাবে ফরমটি সাবমিট হলে প্রার্থীকে কনফার্মেশন মেসেজ দেখানো হবে। 
১২. আসন বিন্যাস হওয়ার পর প্রার্থীদের SMS এর মাধ্যমে ও ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করার তারিখ জানিয়ে দেওয়া হবে।
১৩. প্রবেশপত্র ডাউনলোড করার পদ্ধতিঃ 
      i.  প্রার্থীদের আবেদন করার জন্য ওয়েবসাইটের ‘লগইন / রেজিস্ট্রেশন’ বাটনে ক্লিক করে প্রার্থীর মোবাইল নম্বর দিতে হবে এবং 'পরবর্তী ধাপ' বাটনে ক্লিক করতে হবে।
      ii. প্রার্থীর কাছে পিন নম্বর চাইবে।  তখন পিন নম্বর দিয়ে 'লগইন' বাটনে ক্লিক করতে হবে। 
      iii. প্রতিটি পদ এর পাশে Download বাটন থাকবে।  এই বাটনে ক্লিক করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
১৪. ডাউনলোড করা প্রবেশপত্রটি ১ কপি প্রিন্ট করতে হবে এবং পরীক্ষার হলে নিয়ে আসতে হবে।
 
* পরিশোধিত কোন অর্থ ফেরতযোগ্য নয়।
 
bKash এর মাধ্যমে Payment করার নিয়মঃ 
      i. bKash সিলেক্ট করতে হবে। "I agree to the terms & conditions and privacy policy" checkbox টি সিলেক্ট করতে হবে। এবং "Proceed to Pay" বাটনে ক্লিক করতে হবে।



      ii. bKash নাম্বার ইনপুট করতে হবে।



      iii. OTP ইনপুট করতে হবে।



      iv. PIN Code ইনপুট করতে হবে।



      v. bKash এর পেমেন্ট সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই অবস্থায় Browser refresh করা বা বন্ধ করা যাবে না। তাহলে পেমেন্টটি Bkash এ লক হয়ে যাবে এবং তা ফেরত নিতে হলে প্রার্থীকে Bkash এর সাথে যোগাযোগ করতে হবে। অসম্পূর্ণ পেমেন্ট এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।



      vi. আবেদন সম্পন্ন হওয়ার পর Successfull message দেখাবে।


 
লক্ষণীয় বিষয়ঃ 
১. আবেদনকারীকে ডাউনলোডকৃত প্রবেশ পত্র ১ কপি প্রিন্ট করে পরীক্ষার হলে আনতে হবে।  অন্যথায় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।  
২. দিনের বা রাতের যে কোন সময় এমনকি বন্ধের দিনও আবেদন করা যাবে।
৩. একবার অনলাইন থেকে আবেদন করা হলে তা প্রত্যাহার করা যাবে না। 
৪. অনলাইন এর মাধ্যমে কোন ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান করা হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।  
৫. আবেদন করার পর ছবি ও স্বাক্ষর পরিবর্তন করা যাবে না।